International Level

International Level

GEIST-International Leadership Program on Education-4.0 এর 4 ক্যাটাগরীতে District Round এ অত্র প্রতিষ্ঠানের 140 জন শিক্ষার্থী অংশ নিয়ে Divisional Round এর জন্য 25 জন শিক্ষার্থী নির্বাচিত হয়।

অত:পর, উক্ত 25 জনের মধ্যে 7 জন শিক্ষার্থী Divisional Round এ বিজয়ী হয়। পরবর্তীতে উক্ত 7 জন শিক্ষার্থী National Round এ অংশ নিয়ে জুনিয়র ক্যাটাগরীতে ১ম রানার আপ ও প্রাইমারী ক্যাটাগরীতে 2 জনসহ এ প্রতিষ্ঠানের মোট 3 জন শিক্ষার্থী বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

জুনিয়র ক্যাটাগরীতে জাতীয় রাউন্ডে ১ম রানার আপ হওয়া এ প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাজিবা ইসলাম এবার International Round এ অংশগ্রহণের জন্য মালয়েশিয়া যাচ্ছে।
স্যার, আপনার অনুমোদনের জন্য প্রেরণ করা হলো।